অন্যান্য

দুর্গাপুরে কুরআন শিক্ষার গুরুত্ব নিয়ে মুযাকারা মজলিস

  প্রতিনিধি 10 October 2024 , 1:12:04 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে ‘‘মানব জীবনে পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব’’ নিয়ে এক মুযাকারা মজলিস অনুষ্ঠিত হয়েছে। বাগিচাপাড়া বয়স্ত শিক্ষা মাদরাসার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসা চত্বরে এসভা অনুষ্ঠিত হয়।

‘‘সবার আগে ঈমান – সবারা তরে কুরআন’’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মুফতী হুমাউন কবির এর সঞ্চালনায় মুযাকারা মজলিসে মেহমান হিসেবে আলোচনা করেন, অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হক, অধ্যক্ষ আব্দুর রহমান, মুফতি মামুনুর রশীদ, মুফতি মামুনুর রশীদ,মুফতি নজরুল ইসলাম, হযরত মাওলানা আব্দুর রব, হযরত মাওলানা আমিনুল হক, আল্লামা জিয়া উদ্দিন প্রমুখ।

বক্তরা বলেন, শিক্ষার কোন বয়স নাই। মানুষের জীবন চলার প্রতিটি ধাপই পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে। হৃদয়ে কুরআন ধারন আছে এমন মানুষ কখনই দাঙ্গবাজ হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, প্রতিমা ভাঙ্গতে পারে না। ইসলাম শান্তির ধর্ম, আসুন আমাদের হৃদয়ে পবিত্র কুরআন শিক্ষা ধারণ করে বাংলাদেশ কে শান্তির দেশে পরিনত করি। মহানবী হযরত মোহাম্মদ সাঃ এর নির্দেশনায় জীবন গড়ার জন্য কুরআন শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষার কোন বয়স নাই, জীবনের শেষ সময়ে হলেও হৃদয়ে পবিত্র কুরআন ধারণ করার জন্য আহবান জানানো হয়।

আনিসুল হক সুমন

দুর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি,১০/১০/২০২৪

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ