অন্যান্য

মাদারীপুর বিপুল পরিমান দেশি-বিদেশি অ*স্ত্র ও নারীসহ আটক ( ৬)

  প্রতিনিধি 26 July 2025 , 5:06:07 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার।

২৫ জুলাই রোজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথ বাহিনীর মাদারীপুর শিরখাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, রাইফেল , দেশীয় অস্ত্র,ও (৩ ) জন নারী সহ মোট (৬ )জনকে আটক করে যৌথবাহিনী। এ ছাড়াও আরও জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী কেউ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করেছে যৌথবাহিনী ।

আটককৃতরা হলেন, পারুল বেগম (৪৮), স্বামী- মফেজ মাতুব্বর ।মিলন সব্যসাচী @ দেবু মাতুব্বর (৫৫), পিতা-মৃত করিম মাতুব্বর।কামাল মাতুব্বর (৫০), পিতা- মৃত শাহ আলম মাতুব্বর। মনু মাতব্বর (৫৭), পিতা -মৃত শাহ আলম মাতুব্বর।খাদিজা বেগম (২৬) স্বামী- শিহাব মাতব্বর।লাকী আক্তার, স্বামী- কামার মাতুব্বর।
এদের সকলের ঠিকানা মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া- ঘুনসী এলাকায়। অবৈধ অস্ত্র রাখার দায়ে আটক করে নিয়ে যায় যৌথবাহিনী।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ