প্রতিনিধি 26 July 2025 , 8:49:23 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার।
২৬ জুলাই রোজ শনিবার সকাল ৯-৩০ মিনিটের সময় রাজৈর উপজেলা অডিটোরিয়ামে রাজৈর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় জুলাই
পূর্ণজাগরণ ও সমাজ গঠন, শপথ পাঠ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বাদশা ফয়সাল এর সঞ্চালনায় সকল শ্রেনী পেশার মানুষ উপজেলা কর্মকর্তা কর্মচারী , বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র জনতার উপস্থিতিতে এই আয়োজন জাঁকজমকপূর্ণ নানা আয়োজনের মধ্য দিয়ে দিন উদযাপন করে রাজৈর উপজেলা প্রশাসন উপজেলা সমাজসেবা অধিদপ্তর , রাজৈর মাদারীপুর।
সার্বিক সহযোগিতায় ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ।
উক্ত আলোচনা সভায় জুলাই ২০২৫ আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন আলোচনা সভার সভাপতি রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক, তিনি জুলাই পুর্ন জাগরণের উপর সুন্দর দিক নির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরেন। আরো বক্তব্য রাখেন রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্ধ্যা দেবনাথ, স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা বিভাগ স্বাস্থ্য ডাঃ মোঃ শামীম আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, জুলাই গনঅভ্যুর থানে নিহত রাজৈর লুন্দি শাখার পাড় গ্রামের মৃত মনিরুজ্জামান মোল্লার বোন মোছাঃ নিলুফা ইয়াসমিন । মঞ্চে উপস্থিত ছিলেন রাজৈর থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননী গোপাল, প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া , রাজৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কাজী জাহিদুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন,বি আর ডিবি কর্মকর্তা সাগর সাহা উ
ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক হাওলাদার, চেয়ারম্যান সুবাস সরকার, চেয়ারম্যান রেজাউল মিয়া, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মহিলা বিষয়ক ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রাজৈর উপজেলা কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এখানে স্থানীয় বিভিন্ন শিল্পীরা কবিতা আবৃত্তি ও গান পরিবেশনা করেন।