অন্যান্য

পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষ: একজন নিহতের পর ২০ বাড়িতে আগুন

  প্রতিনিধি 27 July 2025 , 9:53:52 প্রিন্ট সংস্করণ

 

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তি মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে দু’পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। শনিবার দুপুরে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাদিস উদ্দিন (৪০) পাশের সাঁথিয়া উপজেলার তলট গ্রামের আব্দুস শুকুর প্রামাণিকের ছেলে। তিনি তারাপুর গ্রামে ঘরজামাই থাকতেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এর আগে শুক্রবার ওই এলাকায় নতুন মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হাদিসসহ ৩০ জন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, হাদিস উদ্দিন নতুন মসজিদের পক্ষের সমর্থক ছিলেন। তাঁর মৃত্যুর পর উত্তেজিত লোকজন প্রতিপক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং কয়েক বাড়িতে লুটপাট চালায়। খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গেছে, কয়েক বছর ধরে তারাপুর গ্রামে ঈদের নামাজ ও মসজিদে মিলাদ কিয়াম নিয়ে মুসল্লিদের মাঝে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে একটি গ্রুপ আলাদা মসজিদ নির্মাণ করে। এ নিয়ে দুই মসজিদের মুসল্লিদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে নতুন মসজিদের বারান্দা করতে গেলে অন্য মসজিদের মুসল্লিরা বাধা দেন। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। ঘণ্টাস্থায়ী সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হন।
বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান জানান, নিহতের ঘটনায় মামলা হয়েছে। সেলিম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ