অন্যান্য

যশোরের বহিষ্কৃত যুবদল নেতা বিতর্কিত জনি ডিবির জালে আটক

  প্রতিনিধি 27 July 2025 , 9:59:15 প্রিন্ট সংস্করণ

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কান্দার আলী জনি (৪২) কে আটক করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে ঢাকার খিলক্ষেত থানাধীন দক্ষিণ নামাপাড়া, তালের টেক এলাকার একটি বাড়ি (ইয়াসিন সাহেবের বাসায় ভাড়াটিয়া) থেকে তাকে আটক করা হয়েছে । সদর উপজেলায় বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন তিনি ঢাকাতে আত্মগোপনে ছিলেন।

জেলা ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন জনি। এছাড়া জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ভীতি প্রদর্শন, সেনাবাহিনী এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মত গুরুতর অভিযোগ রয়েছে জনির বিরুদ্ধে।

এর বাইরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বেনাপোল হয়ে যুবদলের কয়েক নেতা ভারতে পাচার করেছে গুজব তুলে সমালোচনার মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে। তাকে যশোর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। অভিযানে অংশ নেন ডিবির এসআই (নিঃ) অলক কুমার, এএসআই (নিঃ) মোঃ শামসুজ্জামানসহ অন্য সদস্যরা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ