প্রতিনিধি 28 July 2025 , 3:07:09 প্রিন্ট সংস্করণ
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টার:
আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ছমির উদ্দিনসহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতী এস এম মনিরুজ্জামান বলেন,
“বর্তমান যুগে যুবসমাজের দায়িত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সময় এসেছে নিজেদের কর্তব্য ও দায়িত্ব স্ব স্ব জায়গায় তুলে নেওয়ার। সমাজে বিরাজমান চাঁদাবাজি, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জোরালো ও অবিচল আন্দোলন গড়ে তুলতে হবে।”
সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“যুব সমাজকে মাদকাসক্তি, জুয়া এবং নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে হবে। ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে এসে ইসলামী যুব আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি সকল যুবককে উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
উক্ত অনুষ্ঠানটি ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এক প্রেরণাদায়ক মিলনমেলায় পরিণত হয়।