প্রতিনিধি 28 July 2025 , 3:08:17 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার।
২৭ জুলাই রোজ সোমবার বেলা ৬-৩০ মিনিটের সময় রাজৈর খালিয়া নিকটস্থ ঘোষাল কান্দি মোশারফ কাজির মুদি খানা দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ (২) জনকে আটক করে রাজৈর থানা পুলিশ । এস আই/ফরিদুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ এস আই/নজরুল ইসলাম, কং/৩০৯-আবুল কালাম ধৃত আসামী(১) নাজির আকন(৩২), পিতা-মৃত লতিফ আকন, সাং-ঘোষালকান্দি, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর এর ডান হাতে হলুদ রংয়ের কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় লাল রংয়ের কাপড়ের শপিং ব্যাগের মধ্যে রাখা ৪৩ পুরিয়া গাঁজা, যাহার ওজন অনুঃ ১৫০ গ্রাম, মূল্য অনুঃ ৪,৫০০/- টাকা এবং ধৃত অপর আসামী (২) মেহেদি হাসান খলিফা(২৪), পিতা-মৃত জাহাঙ্গির আলম খলিফা, সাং-নগর গোয়ালদি, থানা-রাজৈর, জেলা-মাদারিপুর এর পরিহিত লুঙ্গির পেছনের কোচড় হইতে সাদা রংয়ের পাতলা পলিথিনের মধ্যে থাকা ১০০ গ্রাম গাঁজা, যাহার মূল্য অনঃ ৩,০০০/- টাকা, সর্বমোট-২৫০ গ্রাম গাঁজা, যাহার সর্বমোট মূল্য ৭,৫০০/- টাকা ।
এ বিষয়ে রাজস্থানের অফিসার ইনচার্জ ওসি মাসুদ খান বলেন,
ভিডিও সাক্ষাৎকার।
তিনি আরও বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।