অন্যান্য

মাদারীপুর রাজৈর টেকের হাটে গাঁজা সহ আটক ( ২ )

  প্রতিনিধি 28 July 2025 , 3:08:17 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার।

২৭ জুলাই রোজ সোমবার বেলা ৬-৩০ মিনিটের সময় রাজৈর খালিয়া নিকটস্থ ঘোষাল কান্দি মোশারফ কাজির মুদি খানা দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ (২) জনকে আটক করে রাজৈর থানা পুলিশ । এস আই/ফরিদুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ এস আই/নজরুল ইসলাম, কং/৩০৯-আবুল কালাম ধৃত আসামী(১) নাজির আকন(৩২), পিতা-মৃত লতিফ আকন, সাং-ঘোষালকান্দি, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর এর ডান হাতে হলুদ রংয়ের কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় লাল রংয়ের কাপড়ের শপিং ব্যাগের মধ্যে রাখা ৪৩ পুরিয়া গাঁজা, যাহার ওজন অনুঃ ১৫০ গ্রাম, মূল্য অনুঃ ৪,৫০০/- টাকা এবং ধৃত অপর আসামী (২) মেহেদি হাসান খলিফা(২৪), পিতা-মৃত জাহাঙ্গির আলম খলিফা, সাং-নগর গোয়ালদি, থানা-রাজৈর, জেলা-মাদারিপুর এর পরিহিত লুঙ্গির পেছনের কোচড় হইতে সাদা রংয়ের পাতলা পলিথিনের মধ্যে থাকা ১০০ গ্রাম গাঁজা, যাহার মূল্য অনঃ ৩,০০০/- টাকা, সর্বমোট-২৫০ গ্রাম গাঁজা, যাহার সর্বমোট মূল্য ৭,৫০০/- টাকা ।
এ বিষয়ে রাজস্থানের অফিসার ইনচার্জ ওসি মাসুদ খান বলেন,

ভিডিও সাক্ষাৎকার।

তিনি আরও বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ