প্রতিনিধি 8 August 2025 , 12:46:02 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম পরিচালনার অভিযোগে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম এবং থানা পুলিশের একটি দল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার আপডেট ডায়াগনস্টিক সেন্টার ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করেই নিয়মবহির্ভূতভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছিল। বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা লাইসেন্স নবায়ন করেনি।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, “অনেকবার বলার পরও প্রতিষ্ঠানগুলো নানা অজুহাতে লাইসেন্স নবায়ন করেনি। স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতকে অবহেলা করা চলবে না।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “প্রতিষ্ঠান দুটিকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যথাযথ অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা না করার নির্দেশনা দিয়ে সিলগালা করা হয়েছে।”
প্রশাসনের এ ধরনের কার্যক্রমে জনসাধারণের মাঝে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনার আশা করছেন সচেতন মহল।