অন্যান্য

ডুমুরিয়ায় ঝোপের ভেতর মিললো ছিন্ন-বিচ্ছিন্ন লাশ, পরিচয় মিলল নিখোঁজ ভ্যানচালকের

  প্রতিনিধি 10 August 2025 , 5:26:23 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ-

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার পালপাড়া হাতিপোতা কাসেমুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পাশের একটি বাগানের ঝোপের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে স্থানীয়রা লাশের অংশবিশেষ দেখতে পেয়ে ডুমুরিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশের মাথা ও শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে পাওয়া লুঙ্গি, মোবাইল, শার্ট ও জুতা দেখে নিহতের বাবা, ডুমুরিয়ার নরনিয়া গ্রামের মো. রেজাউল হোসেন সরদার, লাশের পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ইসমাইল হোসেন গাজী (পেশায় ভ্যানচালক) গত ১ আগস্ট একই গ্রামের আজব আলীর ছেলে মো. শাহিনুর রহমানের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানে সাতক্ষীরায় ভাড়া গিয়েছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

ডুমুরিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ