অন্যান্য

কাকে ভোট দেবেন সিদ্ধান্তহীন ভোটার বেড়ে ৪৮.৫০ শতাংশ

  প্রতিনিধি 11 August 2025 , 3:01:30 প্রিন্ট সংস্করণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সর্বশেষ ‘পালস সার্ভে ৩’-এ দেখা গেছে, ৪৮ দশমিক ৫০ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি। গত বছরের অক্টোবরে এ হার ছিল ৩৮ শতাংশ।

জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১৪ দশমিক ৪০ শতাংশ কাকে ভোট দেবেন তা প্রকাশ করতে চাননি এবং ১ দশমিক ৭০ শতাংশ জানিয়েছেন তারা ভোট দেবেন না।

দলভিত্তিক সমর্থনে দেখা গেছে, বিএনপির সমর্থন গত অক্টোবরে ১৬ দশমিক ৩০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১২ শতাংশে। জামায়াতে ইসলামী ১১ দশমিক ৩০ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৪০ শতাংশে নেমেছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সমর্থন ৮ দশমিক ৯০ শতাংশ থেকে কমে হয়েছে ৭ দশমিক ৩০ শতাংশ। জাতীয় পার্টি ০ দশমিক ৭০ শতাংশ থেকে নেমে ০ দশমিক ৩০ শতাংশ এবং অন্যান্য ইসলামি দল ২ দশমিক ৬০ শতাংশ থেকে নেমে ০ দশমিক ৭০ শতাংশে দাঁড়িয়েছে।

‘আপনার এলাকায় কোন দলের প্রার্থী জিতবে’—এমন প্রশ্নে ৩৮ শতাংশ বলেছেন বিএনপি, ১৩ শতাংশ জামায়াত, ১ শতাংশ এনসিপি এবং ৭ শতাংশ আওয়ামী লীগ।

গত ১ থেকে ২০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৫ হাজার ৪৮৯ জন মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলে এই জরিপ পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ এবং ৪৭ শতাংশ নারী; ৭৩ শতাংশ গ্রামীণ ও ২৭ শতাংশ শহুরে এলাকার বাসিন্দা।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় আর্কাইভস মিলনায়তনে বিআইজিডি ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এই জরিপের ফলাফল প্রকাশ করে। অনুষ্ঠানে জরিপের ফল উপস্থাপন করেন বিআইজিডির ফেলো অব প্র্যাকটিস সৈয়দা সেলিনা আজিজ।

আরও খবর

৪ মাস ধরে ঔষধ ও চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত লাখ লাখ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, জনতার হাতে গণধোলাই

সাভার ও আশুলিয়ায় যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩৬ জন

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

এক মাস ধরে নিখোঁজ রাফাত, শোকে স্তব্ধ আশুগঞ্জের সওদাগর পরিবার।

পঞ্চগড়ে কুকুরের আক্রমণে আহত ১৩

                   

জনপ্রিয় সংবাদ