অন্যান্য

মাগুরায় বিএনপির নেতৃত্ব নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ! 

  প্রতিনিধি 13 August 2025 , 9:30:24 প্রিন্ট সংস্করণ

 মোঃইকারামুল হাসান ক্রাইম রিপোর্টার, মাগুরা
বিএনপির ওয়ার্ড কমিটির নেতৃত্ব নির্বাচন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মাগুরায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড গোয়ালখালী মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোয়ালখালীতে কয়েকদিন আগে বিএনপির ওয়ার্ড কমিটির নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন গোয়ালখালী গ্রামের খনন কাজী ও আলাল বিশ্বাস।
নির্বাচনে খনন কাজী পরাজিত হন। এতে জয়ী আলাল বিশ্বাসের লোকজনকে বিভিন্ন সময় মারধর ও হুমকি দেন খনন কাজী।
এরই একপর্যায়ে মঙ্গলবার রাতে গোয়ালখালী মধ্যপাড়া রুবেলের দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আহত ফারুক মোল্লা (৪০), বদরুল মোল্লা (৪২), তরিকুল ইসলাম (৩৭), হাসান মোল্লা (২৭) ও মারুফ মোল্লাকে (৩০) মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ