অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব বিরোধের জেরে ভয়াবহ হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  প্রতিনিধি 13 August 2025 , 9:38:03 প্রিন্ট সংস্করণ

মোঃ মাহিদুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নং দলদলি ইউনিয়নের পুরাতন বাড়িপাড়া গ্রামে পূর্বে শত্রুতার বিরোধকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর ভয়াবহ হামলা, শ্লীলতাহানি, লুটপাটের অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় মোসাঃ আলিয়া খাতুন (৩৪) বর্তমানে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

লিখিত অভিযোগে আলিয়া খাতুন উল্লেখ করেন, তার স্বামী মো. মিজানুর রহমান সহ তিনি পুরাতন বাড়ি পাড়া গ্রামে বসবাস করেন। গত ১২ জুলাই (মঙ্গলবার ) দুপুর ২.৩০ মিনিটে একই গ্রামের জোছনা (৫০)ও তার ছেলে মোঃ বাবু (৩৫) অজ্ঞাতপরিচয় আরও ১০/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার বাড়িতে হানা দেয়।

তিনি জানান, “লোহার রড, লাঠি, হাসুয়া ও চাইনিজ কুড়াল নিয়ে তারা আমার ওপর একযোগে হামলা চালায়। মাথা, বুক ও শরীরজুড়ে মারাত্মক আঘাত করে। বাবু শ্লীলতাহানির চেষ্টা করে টানাহেঁচড়া করে। জোছনার সোকেস ভেঙে ৩ লাখ ৫৫ হাজার টাকা লুটে নেয়। তারা আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি করে।”

আলিয়া আরও বলেন, “সন্ত্রাসী শফিকুল কালু লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে গেলে আমি বাঁধা দিই। এতে আমার ডান হাতে আঘাত করে যায়।তুহিন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে বাম দিকের মাথায় রক্তাক্ত জখম হয়। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা গলায় থাকা দুই ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।”

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আলিয়া প্রাণনাশ ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিবাদীপক্ষের একজন জোসনা বলেন, আমরাও আহত। দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলছে। তারাই নাটক সাজিয়ে মামলা করেছে। আমরা এ ধরনের হামলা চালাইনি।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা এই বর্বর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ