অন্যান্য

মহম্মদপুরে জমি দখলের অভিযোগ!

  প্রতিনিধি 15 August 2025 , 4:04:10 প্রিন্ট সংস্করণ

মহম্মদপুরে জমি দখলের অভিযোগ!

মোঃ একরামুল হোসেন ক্রাইম রিপোর্টার,, মাগুরা
মাগুরা মহম্মদপুরে নূর ইসলাম মোল্যা (৪৫) নামের এক শারিরিক-বুদ্ধি প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নূর ইসলামের উপজেলার বাবুখালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের হাবিবুর মোল্যার ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, শারিরিক-বুদ্ধি প্রতিবন্ধী নূর ইসলাম মোল্যা ও তার মা মালঞ্চ বিবি একসাথে বসবাস করেন। ওয়ারিশ সুত্রে পাওয়া বাড়ির পূর্ব পাশে তাদের ৪২ শতক জমি রয়েছে।  প্রতিবেশি আরমান মোল্যা ও ছিরমান মোল্যা দীর্ঘদিন ধরে তার জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন।
ভুক্তভোগী শারিরিক-বুদ্ধি প্রতিবন্ধী মো. নুর ইসলাম বলেন, আমার বাবা জমিটি কিনে ভোগদখল করেছে। ওয়ারিশ সূত্রে আমরা জমিটি ভোগদখল করছি। এখন ছিরমান আরমান জোর করে দখল করার চেষ্টা করছে।  এছাড়া জমি ছেড়ে দেওয়ার জন্য তারা নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছে। আমি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
জানা গেছে, মৃত গোলাম সরোয়ার মোল্যা ও ছাদেক মোল্যা আপন দুই ভাই হাটবাড়িয়া মৌজার সাবেক ৪৫১৮/৪৫১৯ দাগের ৪২শতাংশ জমি ১৯৭২ সালে মাগুরা সদরের বালিয়াডাঙ্গা গ্রামের লুৎফর ফকির ও হামিদ ফকিরের নিকট জমিটি বিক্রি করেন। পরবর্তীতে লুৎফর ফকির ও হামিদ ফকির ১৯৮০ সালে ওই জমিটি রামকৃকৃষ্ণপুর গ্রামের মৃত ফটিক মোল্যার ছেলে হবিবুর রহমান মোল্যা, মুজিবর মোল্যা ও আতিয়ার মোল্যার নিকট বিক্রি করেন। জমি ক্রয়ের কিছুদিন পর হাবিবুর মোল্যার মারা যান। হাবিবুর রহমান মারা যাওয়ার পর থেকে প্রায় ৪৫ বছর তার স্ত্রী ও প্রতিবন্ধী সন্তান নুর ইসলাম জমিটি ভোগ দখল করছেন। কিন্তু গত বছর থেকে জমির পূর্বের মালিক মৃত গোলাম সরোয়ার মোল্যার ছেলে আরমান মোল্যা ও ছিরমান মোল্যা জমিটির ওয়ারিশ দাবী করে জোরপূর্বক দখল করার চেষ্টা করে। পরে এবিষয়ে স্থানীয় লোকজন প্রতিবন্ধী নুর ইসলামের পক্ষে কথা বলায় আরমান মোল্যা বাদী হয়ে হয়ে ৯ জনকে আসামী করে মাগুরা আদালতে মামলা দায়ের করেছেন।
স্থানীয় বাসিন্দা মো. মফিজুর রহমান বলেন, দীর্ঘকাল জমিটি প্রতিবন্ধী নুর ইসলাম ভোগ দখল করে আসছে। কিন্তু হঠাৎ জানতে পারি আরমান ও ছিরমান জমিটি দাবি করে দখল করতে আসে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ