প্রতিনিধি 17 August 2025 , 3:27:00 প্রিন্ট সংস্করণ
মাহতিম আহমেদ রাজাঃ ২০২৪ সালের ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর সারা দেশে যেমন নেতৃত্বশূন্য হয়ে পড়ে দলটির কাঠামো, তেমনি যশোরের অভয়নগরেও আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনগুলো ছিন্নভিন্ন হয়ে পড়ে। কিন্তু গেল ১৫ আগস্টকে ঘিরে আবারও অশুভ শক্তির মতো মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এই পুনর্গঠনের মূল নেপথ্য নায়ক হিসেবে উঠে আসছে আওয়ামিলীগ নেতা আরশাদ পারভেজের নির্দেশনায় ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগ কমিটির অন্যতম সদস্য ও সাবেক ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা। দীর্ঘদিন আড়ালে থাকা এই নেতা হঠাৎ করেই আবার সক্রিয় হয়ে ওঠায় স্থানীয় রাজনীতির মাঠে শঙ্কা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বিশ্বস্ত সূত্র বলছে, আওয়ামিলীগ নেতা আরশাদ পারভেজের নির্দেশনায় ও ফারুক হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে ১৫ আগস্ট নওয়াপাড়া পৌর ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক মজুমদারের নেতৃত্বে একটি আকস্মিক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ নেতাকর্মী মুখে মুখোশ ও মাস্ক পরে উপস্থিত ছিলো যাতে তাদের সনাক্ত করা না যায়।
এর আগে মিছিলের প্রস্তুতি নিতে নওয়াপাড়ার বিভিন্ন স্থানে একাধিক গোপন বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, আওয়ামিলীগ নেতা আরশাদ পারভেজের নির্দেশনায় ও ফারুক হোসেনের নেতৃত্বে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের এই গোপন পুনর্গঠন অভয়নগর উপজেলায় আবারও অস্থিরতা ও সহিংসতার কালো ছায়া ডেকে আনতে পারে।