প্রতিনিধি 18 August 2025 , 10:03:52 প্রিন্ট সংস্করণ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামের উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ ভেঙে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। গত শনিবার (১৭ আগস্ট) দুপুরের এই ঘটনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুক্তা আক্তারকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্কুল ভবনের এই বেহাল দশায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তাদের মতে, ছাদ ও দেয়ালের পলেস্তারা উঠে গিয়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসী আশঙ্কা করছেন, কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।
এই ঘটনার পর শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী লাকসামের পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত ভবনটির নিরাপত্তা পরীক্ষা এবং মেরামতের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সাথে, ভবনটি সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত সেখানে শিক্ষার্থীদের ক্লাস করানো বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন তারা। অভিভাবকদের জোর দাবি, শিক্ষার্থীদের জীবনের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হোক।