অন্যান্য

কালিহাতীতে ৭৭ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান।।

  প্রতিনিধি 18 August 2025 , 4:16:31 প্রিন্ট সংস্করণ

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ

“এসো পুরুষ, এসো নারী—সবাই মিলে দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে কালিহাতীতে এক অনন্য উদ্যোগের মাধ্যমে ৭৭টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে কালিহাতী অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ‘সাম্যের পথে’ এর আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও শিল্পপতি বেনজির আহামেদ টিটো। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবিনা আহামেদ।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এস. এম. আব্দুল আউয়াল।
অনুষ্ঠানের উদ্বোধক বেনজির আহমেদ টিটো বলেন,
“শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেশের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হলে তাদের শিক্ষার প্রতি যত্নবান হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানে জাতির ভবিষ্যৎকে আলোকিত করা। ‘সাম্যের পথে’র মতো সামাজিক সংগঠন আজ যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
○অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মালিহা আক্তার তাসলিম।
‘সাম্যের পথে’ এক ঝাঁক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে শিক্ষাবৃত্তি, সামাজিক সহযোগিতা, মানবিক সেবা ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের বিশ্বাস—মেধার সঠিক বিকাশ ঘটলে আলোকিত সমাজ গড়ে উঠবে, আর সেই আলোকিত মানুষরাই দেশকে এগিয়ে নেবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ