অন্যান্য

জাপা ‘জিন্দা লাশ’, এবার কাউকেই ছাড়ব না: ফাঁস হওয়া হাসিনার ফোনালাপ

  প্রতিনিধি 18 August 2025 , 7:00:39 প্রিন্ট সংস্করণ

চেতনায় বাঃ রিপোর্টঃ

দেশের রাজনৈতিক অঙ্গনে ফের চাঞ্চল্য তৈরি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া একটি ফোনালাপ। এতে জাতীয় পার্টিকে তিনি সরাসরি “জিন্দা লাশ” বলে আখ্যায়িত করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি এবার একটারেও ছাড়ব না।”

সোমবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে ৫ মিনিট ২৬ সেকেন্ডের এই অডিও প্রকাশ করেন। ফোনালাপটি ঘটে গত বছরের জুলাই মাসে, যখন কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।

ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা ছিলেন ভারতের পালিয়ে যাওয়ার পরও সক্রিয় যোগাযোগে। অপর প্রান্তে ছিলেন সাবেক মন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আলাপে শেখ হাসিনাকে নানককে ধমক দিতে শোনা যায়—
“চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়ব না।”

এর আগে নানক শেখ হাসিনাকে জানাচ্ছিলেন মোহাম্মদপুর ও পল্লবীর পরিস্থিতি। তিনি উল্লেখ করেন, স্থানীয় জাতীয় পার্টি নেতাদের কিছু অংশ নানাভাবে সক্রিয়। তখনই ক্ষুব্ধ হাসিনা জাতীয় পার্টিকে “অপ্রয়োজনীয়” আখ্যায়িত করেন।

রাজনীতির অন্দরমহলে এই ফাঁস হওয়া অডিওকে ঘিরে নানা আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতার চূড়ায় থেকেও শেখ হাসিনার এ ধরনের মন্তব্য রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার মানসিকতাই প্রকাশ করে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ