অন্যান্য

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল

  প্রতিনিধি 19 August 2025 , 10:30:58 প্রিন্ট সংস্করণ

১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দল এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করে। কেন্দ্রীয় নির্দেশনা মেনে রাজধানী সহ, সারাদেশেই দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। তারই অংশ হিসেবে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দল আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে এক আনন্দ মিছিল বের করে সংগঠনটি। উক্ত শোভাযাত্রা ও মিছিলে নেতৃত্ব প্রদান করেন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এছাড়াও, মিছিলে অংশগ্রহণ করে, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতা-কর্মীরা। এসময় নানামুখী স্লোগানে মিছিলটি মুখরিত হয়ে ওঠে। মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফি বিশ্বাস বলেন, “বিগত ১৭ বছর দেশ ও জাতি এক মুমূর্ষু সময় পার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর আদর্শের কাণ্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় সকল আন্দোলন সংগ্রামে রাজপথে জিয়া পরিবারের ভ্যানগার্ড হিসেবেই কাজ করবে ইনশাআল্লাহ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সকল নির্দেশনা মেনে আমরা দেশের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখবো।”
অপরদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ প্লাবন বলেন, “বিএনপি গণমানুষের দল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অবিচল আস্থা রেখে, আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ