অন্যান্য

টুঙ্গিপাড়ায় নিজস্ব ভবন ছাড়া নির্বাচন অফিস, নাগরিক সেবায় ভোগান্তি

  প্রতিনিধি 19 August 2025 , 10:32:20 প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাচন অফিস দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া ভবনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে সীমিত জায়গা, জটিল যাতায়াত ও অনুপযোগী পরিবেশে জনসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

২০১৯ সালে পুরাতন ভবন ভেঙে ফেলার পর থেকে নির্বাচন অফিসটি উপজেলা পরিষদ ভবন থেকে প্রায় ৬০০ মিটার দূরে এক ব্যক্তির তিনতলা বাসার নিচতলায় ভাড়া নিয়ে চলছে। দুইটি ছোট রুম আর একটি বারান্দায় জনসেবা পরিচালনা করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা ভোটাররা দুর্ভোগ পোহাচ্ছেন।

নতুন ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ থাকলেও নানা জটিলতায় কাজ শুরু হয়নি। ফলে জেলার অন্য উপজেলার তুলনায় পিছিয়ে পড়ছে টুঙ্গিপাড়া নির্বাচন অফিস।

নবাগত উপজেলা নির্বাচন অফিসার মো. হারুন অর রশিদ বলেন, “গুরুত্বপূর্ণ দপ্তর হওয়া সত্ত্বেও নির্বাচন অফিস ভাড়াটিয়া বাসায় পরিচালিত হচ্ছে। অনেক সময় সেবা নিতে আসা মানুষ অফিস খুঁজে পেতেই বিপাকে পড়েন। নিরপেক্ষ ও নির্দলীয় এই দপ্তরের নিজস্ব ভবন অত্যন্ত জরুরি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান, আপাতত সরকারি কোনো ভবনে নির্বাচন অফিস স্থানান্তরের চেষ্টা চলছে। পাশাপাশি নিজস্ব ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কার্যকর পদক্ষেপ না নিলে টুঙ্গিপাড়ায় ভোটার সেবা ও নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ