প্রতিনিধি 11 October 2024 , 7:21:49 প্রিন্ট সংস্করণ
মনির হোসেন
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন মহাষ্টমী আজ শুক্রবার। এবারও মহাষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে দুর্গাপূজার বিশেষ পর্ব ‘কুমারী পূজা’। আটপাড়া উপজেলা দুওজ ও সুখারী ইউনিয়ন সহ সারাদেশে শুক্রবার (১১ অক্টোবর) পূজামণ্ডপগুলোয় কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
এর আগে মহাসপ্তমীর দিনে গতকাল সকালে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। সকাল ৭টা ৫৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পারম্ভ। এরপর দেবীর সপ্তমীবিহিত পূজা শেষে আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতি। অনেক মণ্ডপেই ছিল আরতি, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, নৃত্যনাট্য, ভক্তিমূলক সংগীত, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন
মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারীপূজা। শাস্ত্র মতে, এদিন মা দুর্গার অপর কোনো নামে কুমারীর নামকরণ করা হবে। এ পূজার মাধ্যমে নারী হয়ে উঠবে পবিত্র ও মাতৃভাবাপন্ন। প্রত্যেকে নারীর প্রতি হবে শ্রদ্ধাশীল।
এরই ধারাবাহিকতায় আটপাড়া উপজেলা দুওজ ইউনিয়ন এর শ্রীপুর চারগাতিয়া সোনাজুর বাজার দূর্গা মন্দির, শ্রীরামপাশা দূর্গা মন্দির, ও
সুখারী ইউনিয়ন এর মধুয়াখালি দুর্গা মন্দির, সোনাজুর দূর্গা মন্দির (ইত্যাদি) সহ জাঁকজমক ভাবে পালিত হবে মহাষ্টমীর কুমারী পূজা।
পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬টি উপকরণ দিয়ে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস– এই পাঁচ উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন।
এর আগে, বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের দুর্গাপূজা। রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের।