অন্যান্য

‎অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নওয়পাড়া পৌরসভার রেবিস ভ্যাকসিন হস্তান্তর  ‎

  প্রতিনিধি 20 August 2025 , 10:53:02 প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি-

‎যশোর জেলার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নওয়াপাড়া পৌরসভার পক্ষ থেকে রেবিস ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (২০আগস্ট) নওয়াপাড়া পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীলের পক্ষে ওই রেবিস ভ্যাকসিন হস্তাক্ষর করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো সাইফুল ইসলাম হাসপাতালের পক্ষ থেকে তা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুল রাজিব।

‎ভ্যাকসিন গ্রহন শেষে তিনি বলেন, রেবিস ভ্যাকসিন হল জলাতঙ্ক রোগ প্রতিরোধের জন্য একটি গুরুত্বপূর্ণ টিকা। এই টিকা সাধারণত কুকুর, বিড়াল, বা অন্যান্য প্রাণী কামড়ালে বা আঁচড়ালে দেওয়া হয়। জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, যা মানুষের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং সাধারণত মৃত্যুর কারণ হয়। তাই, জলাতঙ্ক রোগের সংক্রমণ এড়াতে রেবিস ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি। এই ভ্যাকসিন জলাতঙ্ক রোগের বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

‎তিনি আরো বলেন, কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণী কামড়ালে বা আঁচড়ালে, বিশেষ করে যদি সেই প্রাণীটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে, তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং টিকা নেওয়া উচিত।

‎বাজারে দুই ধরনের রেবিস ভ্যাকসিন পাওয়া যায়: মাংসপেশিতে (ইন্ট্রামাস্কুলার) এবং চামড়ার নিচে (ইনট্রাডার্মাল) ইনজেকশনযোগ্য। চামড়ার নিচে ইনজেকশন দেওয়ার টিকা বেশি কার্যকর এবং কম খরচে দেওয়া যায়, তবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন হয়।

‎এই টিকা ০, ৩, ৭ তম দিনে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে, ০ তম দিনে দুটি বাহুতে দুটি এবং ৩,৭ তম দিনে একটি করে টিকা দেওয়া হয়।

‎টিকা দেওয়ার স্থানে সামান্য ব্যথা, ফোলাভাব বা লালভাব হতে পারে। খুব কম ক্ষেত্রে জ্বর বা শরীরের অন্যান্য অংশে ব্যথা হতে পারে।

‎জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, তাই এই রোগের সংক্রমণ এড়াতে রেবিস ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি বলে তিনি জানান।

‎নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো সাইফুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক স্যারের পক্ষ থেকে আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ টি বক্স রেবিস ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে।

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ