প্রতিনিধি 20 August 2025 , 11:34:18 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি
বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ‘দ্রুত আয় বৃদ্ধিমুলক’ এবং ‘ব্যবসা শুরু ও উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মরাটারি ফেডারেশন হল রুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ এ প্রশিক্ষনের আয়োজন করে। আগামী বৃহস্পতিবার প্রশিক্ষণটি শেষ হবে। এতে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা চার ইউনিয়নের প্রায় ২২জন কিশোরীর অভিভাবক অংশ গ্রহন করেন। ৪ দিনের প্রশিক্ষণে কৃষি, মৎস ও ব্যবসার উপর তারা জ্ঞান লাভ করেন।
এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মোকলেছুর রহমান ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো: গোলাম মোস্তফা খান প্রমুখ।
প্রশিক্ষণ উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো: শফিয়ার রহমান ও অনাথ বন্ধু।