অন্যান্য

রহনপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল মাদকসহ ৮ জন আটক

  প্রতিনিধি 20 August 2025 , 2:39:38 প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন,গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার কেডিসি পাড়ায় যৌথবাহিনীর অভিযানে ৮ জন মাদক বিক্রেতা আটক হয়েছে। বুধবার (২০ আগস্ট) ভোর ৫টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেলের নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও কাস্টমস সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটকরা হলেন—

আছমা বেগম (৫৫), স্বামী মৃত আব্দুর রাজ্জাক

তানু (৪৫), পিতা আব্দুর রাজ্জাক

চিড়ল (৫০), স্বামী একরামুল

বিজলি (৫০), স্বামী তাজু

বুধি (৫০), স্বামী মৃত ইসলাম
(সবাই নুনগোলা কেডিসি পাড়া, গোমস্তাপুর)

এরা প্রত্যেকেই নিয়মিত মামলার আসামি।
অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের আসামি হিসেবে আটক হয়েছেন—

আরিফ (২৯), পিতা খোশ মোহাম্মদ, নুনগোলা কেডিসি পাড়া

কাদির (৪৫), পিতা মৃত মুজিবুর রহমান, বাঙ্গাবাড়ি

মরু (৪০), পিতা মৃত আব্দুর রাজ্জাক, নুনগোলা কেডিসি পাড়া

অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—
৮৪০ পিস ইয়াবা, ১৪০ গ্রাম হেরোইন, ৪৬৯ পুরিয়া হেরোইন, ১.৩ কেজি গাঁজা, ১৯ লিটার চোলাই মদ, মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ১৭৫ টাকা, ৩টি হেরোইন পরিমাপক মেশিন ও একটি মোবাইল সেট।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল জানান, আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হবে। আর অপর তিনজনের মধ্যে দুজনকে এক মাস করে এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ