অন্যান্য

রাজবাড়ীর গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  প্রতিনিধি 20 August 2025 , 4:33:05 প্রিন্ট সংস্করণ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও ধর্ষনকারী রবিউল ও ইউসুফ গংদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার ২০ আগষ্ট বিকাল চারটায় গোয়ালন্দ উপজেলা পরিষদ ভবনের সামনে গোয়ালন্দ উপজেলার ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার আসামি ভার্সিটির ছাত্র মামুন ও এলাকার মোছাঃ রিনা বেগম তাদের বক্তব্যে বলেন, রবিউল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং ইউসুফ এদের গডফাদার। সে বিদেশে থাকলেও চাঁদাবাজ ও ধর্ষন মামলার আসামি ছিল। গত সোমবার তারা অস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে এসময় উত্তেজিত জনতা তাদেরকে ধাওয়া করলে রবিউল পালিয়ে গেলেও ইউসুফ জনগণের হাতে ধরা পড়ে। এ-সময় সে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে এবং স্থানীয় জনতা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের হাতে সোপর্দ করে। কিন্তু থানায় যাওয়ার পর পুলিশ তাকে ছেড়ে দিয়ে যারা তাকে আটক করেছিল তাদেরকে বিভিন্ন মামলায় আটক করে।

এব্যাপারে ভুক্তভোগী ইউসুফ আলী বলেন, তিনি দীর্ঘ ১০ বছর বাহরাইনে থাকেন এবং দশ বছর পর তিনি দেশে এসেছেন। তিনি বিদেশে থাকাকালীন সময়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট করতেন মাদক কারবারিদের বিরুদ্ধে। এরমধ্যে তিনি একবার নুর ইসলাম গংগদের বিরুদ্ধে একটা পোস্ট করেছিলেন তাদেরকে মাদক সহ ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। সেই রাগে তারা তাকে ধরে দেশীয় লাঠিসোঁটা দিয়ে বেদম প্রহার করে এবং স্বীকার করায় অস্ত্রের কথা। তারা মব জাস্টিস করে সেদিন তাকে মেরে ফেলে দিতে চেয়েছিল। পুলিশ সব কিছু চেক করে তাকে রক্ষা করেছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ৯৯৯ তে ফোন পাওয়ার পর ডিউটি অফিসার সেখানে গিয়ে তাকে ধরে থানায় নিয়ে আসে এরপর তার কাগজ পাতি দেখে আমরা নিশ্চিত হই সে একজন বাহরাইন প্রবাসী। তার ফেসবুকে পোস্টের কারণে তার সাথে মব জাস্টিস হচ্ছিল পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে জড়িত সাত জনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ