অন্যান্য

কুড়িগ্রামের রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন

  প্রতিনিধি 20 August 2025 , 6:28:14 প্রিন্ট সংস্করণ

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেহুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন।

এর আগে বেহুলার চর ব্রিজ মোড় থেকে এলাকাবাসী মিছিল নিয়ে বিদ্যালয়ে এসে মানববন্ধনে যোগ দেন। বক্তারা প্রধান শিক্ষকের অপসারণ, গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন।

অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক আশরাফুল আলম বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নিয়মিত দুর্নীতি, অনিয়ম এবং সরকারি বরাদ্দ আত্মসাৎ করে আসছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থী, অভিভাবক ও সহকারী শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন এবং শিক্ষার্থীদের যৌন হয়রানির মতো গুরুতর অপরাধে জড়িত রয়েছেন।

তারা জানান, প্রধান শিক্ষক সরকারি বরাদ্দের স্লিপ ও মেরামতের টাকা আত্মসাৎ করেছেন। এর আগেও অন্য এক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। অভিযোগকারীরা দাবি করেন, প্রভাবশালী মহলের আশ্রয়ে তিনি এতদিন অপকর্ম চালিয়ে গেছেন।

মানববন্ধনে সাবেক সভাপতি হাফিজুর রহমান, ফারুক, মনিরসহ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা বক্তব্য দেন। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক আশরাফুল আলমকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ