অন্যান্য

বিএনপির পার্টি অফিস পুড়ানো মামলায় ছাত্রলীগ নেতা আটক

  প্রতিনিধি 20 August 2025 , 6:42:41 প্রিন্ট সংস্করণ

যশোরে বিএনপির কার্যালয়ে ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা মহিউদ্দীন রিমনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে জনগণের সহায়তায় লালদিঘির পাড় থেকে তাকে আটক করা হয়। তিনি শহরের নাজির শংকরপুর এলাকার ফিরোজের বাড়ির ভাড়াটিয়া এসএম আব্দুর রবের ছেলে। ছাত্রলীগের সরকারি সিটি কলেজ শাখার সাধারণ সম্পাদককোতয়ালি থানার এসআই মেহেদী হাসান জানিয়েছেন, গত বছরের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন জেলা আওয়ামী লীগের মিছিল থেকে কতিপয় যুবক ও সন্ত্রাসী জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর ও লুট করে। পরে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় একটি মামলা হয় কোতোয়ালি থানায়।

ঘটনার পর থেকে সন্দেহভাজন আসামি রিমন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ আছে। এ ছাড়া বর্তমানে রিমন সরকার বিরোধী তৎপরতার সাথে যুক্ত বলে জানাগেছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ