প্রতিনিধি 20 August 2025 , 7:57:38 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-
ওমান প্রবাসীর স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙ্গচুর করা সহ প্রায় ১৩ লক্ষ টাকার লুটপাট”র অভিযোগ উঠেছে।
জানা যায় যে কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের ওমান প্রবাসী মোস্তফা”র স্ত্রী জোসনা আক্তারের কাছে ৫ আগস্ট ২০২৪ এর পর থেকেই ৫ লক্ষ টাকা চাঁদা করে আসছিলেন। প্রবাসীর স্ত্রী জোসনা আক্তার চাঁদা দিতে নারাজ হওয়াতে গত ২৮ জুলাই ২০২৫ইং তারিখ দুপুর বেলায় সঙ্গবদ্ধ চাঁদাবাজরা বিভিন্ন অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং ঘরের ভিতরে ঢুকে প্রবাসীর স্ত্রী জোসনা আক্তারকে বেদম মারধর করে তার গলায় থাকা অলংকার সহ সোকেসের জমানো দুই লক্ষ টাকা নিয়ে প্রবাসীর বসত ঘরের ফানিচার সহ টিনের ঘর ভাঙ্গচুর করে, ঘরের ভেড়া খোলে নেওয়ার অভিযোগ উঠেছে । ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৩ লক্ষ টাকা।
প্রবাসীর স্ত্রী জোসনা বেগম ২০ আগস্ট ২০২৫ইং তারিখে বাদী হয়ে ০৮ জনের বিরুদ্ধে কুমিল্লা সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট ০৯নং আদালতে মামলা দায়ের করেন। আসামীরা হলে: ১। ওসমান আলীর পুত্র আবুল কাশেম, ২। ইউনুস মিয়ার পুত্র মোঃ হানিফ, ৩। জাকির হোসেনের স্ত্রী মনোয়ারা, ৪। লিল মিয়ার স্ত্রী রাজু বিবি, ৫। আবুল কাশেম এর পুত্র মোঃ বাবু, ৬। সামসুল হক’র মেয়ে আসমা, ৭। হানিফ মিয়ার পুত্র নাহিম, ৮। সামসুল হক”র স্ত্রী মোসাম্মদ জমিলা সহ ০৮জনকে আসামি করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞ আদালত বাদীনি জোসনা আক্তারের জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জকে ঘটনার তদন্ত পূর্বক প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন।