আন্তর্জাতিক

নিউইয়র্কে আব্বাসী পরিবারের সন্তান চিকিৎসক আরমান সোবহানের অকালমৃত্যু

  প্রতিনিধি 20 August 2025 , 8:29:16 প্রিন্ট সংস্করণ

নিউইয়র্ক প্রতিনিধি:

নিউইয়র্কের ম্যানহাটনে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ বছর বয়সী তরুণ চিকিৎসক আরমান সোবহান মারা গেছেন। বিখ্যাত আব্বাসী পরিবারের সন্তান আরমানকে নিউইয়র্কের ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

আরমান সোবহান কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল শিক্ষা লাভ করে সম্প্রতি সেন্ট জোন্স রিভারসাইড হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে যোগদান করেছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী আরমান ছিলেন একজন দক্ষ সংগীতশিল্পী ও লেখক।

 

মরহুম মুস্তাফা জামান আব্বাসীর দৌহিত্র আরমানের মা সামিরা আব্বাসী বর্তমানে ফ্লোরিডার মায়ামিতে বসবাস করেন। শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামিরা আব্বাসী ও ইঞ্জিনিয়ার খালেদ সোবহানের দুই সন্তানের একজন ছিলেন আরমান।

 

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ ফ্লোরিডায় নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাঁকে সমাহিত করা হবে। বাংলাদেশের পরিচিত আব্বাসী পরিবারের এই তরুণ সদস্যের অকালপ্রয়াণে পরিবার ও সম্প্রদায় গভীর শোকস্তব্ধ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ