অন্যান্য

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। 

  প্রতিনিধি 21 August 2025 , 5:26:34 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদেকুল ইসলাম 
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন- আরমান, রাইসা ও তানজিল। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। বাকি দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, ঢাকামুখী লেনে প্রাইভেটকারটি অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় বলে জানান দেওয়ান আজাদ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ