প্রতিনিধি 21 August 2025 , 9:13:54 প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক
রাষ্ট্রীয় পদমর্যাদা মামলার রিভিউ রায় পেছাল
এ মামলার পরবর্তী তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির কারণে রাষ্ট্রীয় পদমর্যাদা মামলার রিভিউয়ের রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ মামলার পরবর্তী তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করেন।
এর আগে বুধবারও রায় ঘোষণার কথা ছিল। তবে মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবীকে পরিবর্তনের আবেদন দেওয়ার প্রেক্ষিতে রায় ঘোষণার দিন আজ নির্ধারণ করা হয়েছিল।
গত ২৭ এপ্রিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা নিয়ে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। এর আগে ৯ জানুয়ারি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন রিভিউ শুনানির জন্য দ্রুত তারিখ নির্ধারণের আবেদন করে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবীর এ আবেদন উপস্থাপন করেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরাও রিভিউ আবেদনকে সমর্থন করে অন্তর্ভুক্ত হন।
২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে রায় দেয়। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের শীর্ষে রাখা হয়। একইসঙ্গে জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয় এবং প্রধান বিচারপতিকে জাতীয় সংসদের স্পিকারের সমান মর্যাদায় স্থাপন করা হয়।
এরপর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ২০১৭ সালে মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তৎকালীন চেয়ারম্যান পৃথক রিভিউ আবেদন করেন। পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা পক্ষভুক্ত হন।