অন্যান্য

মনিরামপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রস্তাবে গণক্ষোভে মিছিল ও স্মারকলিপি

  প্রতিনিধি 21 August 2025 , 6:56:17 প্রিন্ট সংস্করণ

রিপন হোসেন সাজু,মনিরামপুর (যশোর):

 

যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবীতে বিক্ষোভ মিছিল সহকারে স্মারকলিপি দিয়েছেন উপজেলা বিএনপি ও জামায়াত ইসলামসহ সর্বস্তরের জনগন। বৃহস্পতিবার জনগণের এই ক্ষোভ বিবেচনা করে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনে এ স্বারকলিপি প্রদান করেন।

 

নেতৃবৃন্দ সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রস্তাবকে উদ্দেশ্যপ্রণোদিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত বলে অভিহিত করেছেন। যে কারনে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের একটি প্রস্তাবকে কেন্দ্র করে উপজেলাব্যাপী তীব্র জনক্ষোভ সৃষ্টি হয়।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘকাল ধরে মনিরামপুরের ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে যশোর-৫ সংসদীয় আসন হিসেবে পরিচিত। এখানে কোনো ধরনের প্রশাসনিক বা সামাজিক জটিলতা নেই। এই সীমানা পরিবর্তনের প্রস্তাব এলাকাবাসীর মধ্যে বিভাজন তৈরি করবে। তাছাড়া নির্বাচন কমিশনের স্বীকৃত কোনো রাজনৈতিক দল এই ধরনের প্রস্তাব দেয়নি। শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই ধরনের আবেদন করা হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের কাছে দাবী সুকৃতি কুমার মণ্ডলের প্রস্তাবের আবেদনটি বাতিল করে বর্তমান সংসদীয় আসন ৮৯যশোর-৫) সীমানা বহাল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। নির্বাচন কমিশন জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এই প্রস্তাবের যৌক্তিকতা বিবেচনা করবেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ মুছা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল রহমান, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, সহকারি সেক্রেটারি আহসান হাবিব লিটন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি সন্তোষ স্বর, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান ও এবাদুল ইসলাম খালাসীসহ প্রমুখ।

 

কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন ও জামায়াতের আমির ফজলুল রহমান সাংবাদিকদের বলেন, যশোর-৫ আসনের সীমানা পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা জনগণের মতামতবহির্ভূত। অবিলম্বে এ চক্রান্ত বাতিল না হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।

 

উল্লেখ,সম্প্রতি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে যশোর-৫ সংদীয় আসন পুনঃনির্ধারণের একটি আবেদন করেন। আবেদনে মনিরামপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ঢাকুরিয়া,হরিদাসকাসটি, কুলটিয়া, দূর্বাডাঙ্গা, নেহালপুর ও মনোহরপুর আলাদা করে নতুন একটি সংসদীয় আসন গঠনের প্রস্তাব দেওয়া হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ