অন্যান্য

বালিয়াকান্দিতে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

  প্রতিনিধি 21 August 2025 , 7:03:24 প্রিন্ট সংস্করণ

রাজবাড়ী প্রতিনিধি 

 

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২১ আগস্ট দুপুরে বালিয়াকান্দি বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন অভিযানটি পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহায়তা করে।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন আইনত দণ্ডনীয় অপরাধ। এসব বিজ্ঞাপন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মধ্যে তামাকের প্রতি আসক্তি বাড়ানোর পেছনে এই ধরনের প্রচারণার বড় ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন ও সতর্ক হতে হবে। আমরা ব্যবসায়ীদেরও অনুরোধ জানাই, যেন তারা আইন মেনে চলেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সহযোগিতা করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ