প্রতিনিধি 21 August 2025 , 7:05:13 প্রিন্ট সংস্করণ
ছাতক প্রতিনিধি
ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় আশার আলো যুব সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাসুক মিয়া এবং সঞ্চালনা করেন আশার আলো যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিপন কৃষ্ণ দাশ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব আলাউদ্দিন সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন ডা. রাকেশ চন্দ্র দাশ, জনাব আবু বক্কর সাহেব, ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব ছাদ মিয়া, জনাব জামাল উদ্দীন, জনাব আল আমীন, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরাও তাঁদের বক্তব্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশ নয়, মানব জীবনের সুরক্ষা ও ভারসাম্য রক্ষায় অপরিহার্য। পাশাপাশি আশার আলো যুব সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক দিলোয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক নিখিল কান্ত দাশ, সমাজ কল্যাণ সম্পাদক রামীম আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিত দাশ, অর্থ সম্পাদক বিনয় দাশসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন হিমাংসু দাশ, সহ-ক্রীড়া সম্পাদক মারুফ আহমদ, দপ্তর সম্পাদক নজরুল আহমদ, খালেদ মিয়া, সঞ্জয় দাশ, জুনেদ, রোকন, জামিল, তামিম, আবীর, আবু তাইব ও ফয়েজ আহমদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সংস্থার মাধ্যমে ভবিষ্যতে আরও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বিদ্যালয়ের মাঠে সবাই মিলে একটি লিচু গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. রাহি আহমদ।