অন্যান্য

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি” উপলক্ষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  প্রতিনিধি 21 August 2025 , 7:11:34 প্রিন্ট সংস্করণ

চিলমারী প্রতিনিধি 

 

কুড়িগ্রামের চিলমারীতে “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার” উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি” উপলক্ষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাকক্ষে অধ্যক্ষ ড. মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিতে, অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে

গ্রাফিতি, চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যাতে করে ‘২০২৪’ এর জুলাই চেতনার আলোকে শিক্ষার্থীরা, নিজেদেরকে গড়ে তুলতে পারে। এবং তাদের আমল-আখলাক, নৈতিকতা, মানব সেবা ও দেশের প্রতিজ্ঞার ভালবাসায় উজ্জীবিত হতে পারেন। পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ২০২৫ সালে দাখিল পরীক্ষায় “জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলী, আরবি প্রভাষক মাওলানা মোঃ আঃ রাজ্জাক মিয়া, প্রভাষক মোঃ নুরুল ইসলামসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, আরবি প্রভাষক মাওলানা মোঃ জিয়াউর রহমান।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ