অন্যান্য

উদ্বোধনের একদিন পরই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি

  প্রতিনিধি 22 August 2025 , 10:36:29 প্রিন্ট সংস্করণ

কামরুল হাসানঃ

গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কের বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিন পরই সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুৎ সরবরাহের তার চুরি হয়েছে। এতে পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। ফলে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে কয়েকগুণ।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী জানান, উদ্বোধনের পরদিন রাতেই দুর্বৃত্তরা তার কেটে নিয়ে গেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই নতুন করে বিদ্যুৎ সংযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সন্ধ্যার পর আলো না থাকায় সেতুতে চলাচল করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। গাড়ি চালক ও পথচারীদের দুর্ঘটনার ভয় মাথায় নিয়ে চলাচল করতে হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করা হোক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চুরি বা নাশকতা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।

তারা আরো বলেন, ভাসানী সেতুটি এখন শুধু একটি সড়ক যোগাযোগ প্রকল্প নয়, বরং একটি দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ সেতুটি দেখতে আসছেন। তাই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, গত ২০ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধনের পর থেকেই হাজারো মানুষ সেতুটি দেখতে ভিড় জমাচ্ছেন।

আরও খবর

মনিরামপুরের এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার,আটক ৪

গাজীপুর শ্রীপুরে ৩দিনে ৫ কবর খুঁড়ে কঙ্কাল চুরি!

কোন ধরণের সংঘাত নয়,

বেজির সাথে মানুষের বন্ধুত্ব, শুক্কুর আলী করেছেন অনন্য দৃষ্টান্ত 

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

মাওনা চৌরাস্তায় খাজনা আদায় নিয়ে ইজারাদার-হকার সংঘর্ষ: ২০ জন আহত, থমথমে পরিবেশ

                   

জনপ্রিয় সংবাদ