অন্যান্য

শিবগঞ্জে ১২ শ পরিবারকে ত্রাণ বিতরণ করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃদেলোয়ার

  প্রতিনিধি 22 August 2025 , 10:40:52 প্রিন্ট সংস্করণ

মোঃ মাহিদুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় শুক্রবার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দূর্লভপুর ও মনাকষা এলাকার অসহায় বানভাসী পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।এ সময় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলাম,আব্দুল খালেক রফিকুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন, মানুষদের সাহায্যার্থে ত্রাণের বিতরণকৃত ১২ শত প্যাকেটের প্রতিটিতে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও হাফ কেজি গুড় বিতরণ করেছি।
এছাড়াও আগামীকাল শনিবার জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া এবং শান্তিনগর হাট এলাকার বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করাসহ অসহায় মানুষদের মাঝে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
৷৷ বন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। তলিয়ে যায় কয়েক হাজার বিঘা জমির ফসল ও প্রায় দশ হাজার বাড়িঘর।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ