অন্যান্য

অর্থনৈতিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা না থাকায় বিভুরঞ্জনদের মত সাংবাদিকদের জীবনাবসান ঘটে-বিএমএসএফ

  প্রতিনিধি 22 August 2025 , 3:08:19 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেক্স

 

ঢাকা শুক্রবার ২২ আগস্ট, ২০২৫ খ্রী: জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার (৭১) লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২১ আগস্ট তারিখে বাসা থেকে বের হন তিনি। প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন, কিন্তু এরপর আর বাসায় ফেরেননি এবং অফিসেও পৌঁছাননি। তার পরিবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে ।

 

এমন পরিস্থিতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরকারের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা উল্লেখ করেছে, সাংবাদিকদের অর্থনৈতিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার অভাবে বিভুরঞ্জন সরকারের মতো ঘটনা ঘটছে।

 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “রাষ্ট্রের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আজ মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। মব জাস্টিসের মাধ্যমে সাংবাদিক নির্যাতনে দেশে এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে” ।

 

এছাড়া, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যার ঘটনায় বিএমএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং রাষ্ট্রযন্ত্রের নিস্ক্রিয়তাকে দায়ী করেছে। তারা দ্রুত বিচার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ।

 

এই পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন। বিএমএসএফ সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদার প্রশ্নে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে এবং দাবি বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি আসতে পারে ।

 

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়া এবং তার লাশ উদ্ধার ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ