অন্যান্য

হবিগঞ্জে পাম্পে আগুনে ভষ্মীভূত ১১ যানবাহ আহত ৬

  প্রতিনিধি 22 August 2025 , 3:52:17 প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ প্রতিনিধি

 

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিক্সা ভষ্মীভূত হয়েছে। এ ঘটনায় গুরুতর ৬ আহতকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়- ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে সকাল ৬টার সময়ে একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। এরপর পুরো পাম্পে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাম্পে গ্যাস নিতে আসা ১০ সিএনজিচালিত অটোরিক্সা ও একটি বাস ভষ্মীভূত হয়। আর সিএনজি পাম্পের তিন তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নীচে পড়ে গুরুতর আহত হন।

শোয়েব আহমদ নামে আউশকান্দি সিএনজি পাম্পের দায়িত্বে থাকা একজন জানান- বৃহস্পতিবার সকাল ৫টায় একটি বাস আউশকান্দি গ্যাস ষ্টেশনে আসে। বাসটি সকাল ৬টায় গ্যাস নেওয়ার সিএনজিতে আগুন ধরে যায়। এতে ওই ষ্টেশনে দূর-দূরান্ত থেকে গ্যাস নিতে আসা গাড়ির লোকজন ও স্থানীয়রা নিরাপত্তার জন্য দিক-বেদিক ছুটাছুটি করেন। এসময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও গ্যাস পাম্পের কর্মী রাসেল (২৫), ম্যানাজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন। আর ৪ জন সিএনজি চালক আহত হন। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

গ্যাস পাম্পের সহকারী ম্যানাজার দায়িত্বে থাকা শোয়েব আহমদ বলেন- আমরা তিন তলায় ঘুমে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে আমরা ঘুম থেকে উঠি। তারপর তিনতলায় থাকা আমরা তিনজন প্রাণ বাঁচাতে পাশের জমিতে লাফ দিয়ে পড়ে নিজেরা রক্ষা পাই। বাসের মধ্যে গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। আমাদের ৬ জন আহত হয়েছেন। অন্তত পক্ষে প্রাথমিক ধারনা কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস লোকজন এসে আগুন চেষ্টা করে নিয়ন্ত্রনে আনেন।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানান- খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ১০ সিএনজি ও একটি বাস পুড়ে ছাঁই হয়েছে। এছাড়াও সিএনজি পাম্পটির ব্যাপক ক্ষতি হয়েছে। আহত ৬ জনকে তাৎক্ষনিকভাবে উদ্ধার করে সিলেট পাঠানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান নিয়ে মালিক পক্ষ এখনো কিছু বলেনি। আমাদের ধারনা কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ