শাহরিয়ার ফেরদৌস ধামরাই (ঢাকা)
মানিকগঞ্জের সাটুরিয়ায় ফ্রেশ অনন্যা ‘আমার রক্ষক আমি’- কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, বাংলাদেশ (ডব্লিউএফডব্লিউপি) এবং গোগার্ল এর সহায়তায় তারাসিমা এ্যাপারেলস লিমিটেড ফ্যাক্টরিতে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে সচেতনতামূলক এ কর্মশালয় গার্মেন্টসের ১০০ নারী কর্মী অংশগ্রহণ করেন।
নারীদের স্বাস্থ্য সচেতনতা, সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং খাদ্য-পুষ্টির বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা এই কর্মশালার বিষয়বস্তু। নারী জনগোষ্ঠীর নিত্যপ্রয়োজনীয় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, ঋতুকালীন স্বাস্থ্যবিধি, খাদ্য-পুষ্টি, আত্মরক্ষা, সুরক্ষা, সামাজিক সম্মান ও আচরণ, মৌলিক ব্যাংকিং ও আইনি অধিকারের মতো বিষয়গুলো আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডব্লিউএফডব্লিউপির সভাপতি মেহরীন মাহমুদ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান, তারাসিমা এ্যাপারেলস লিমিটেডের নির্বাহী পরিচালক কর্নেল হাসান মাহমুদ, চিপ অপারেটিং অফিসার সাসাঙ্কা জয়উইক্রেমা, মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী এবিএম সিরাজুল আজাদ, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের প্রভাষক ও জনস্বাস্থ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ ডা. ইপশিতা ইব্রাহিম রিদিতা, তায়কোয়ানডো বিশেষজ্ঞ নুরুন্নাহার মিতু, ফিজিক্যাল থেরাপি ও মেন্টাল হেলথ কনসালট্যান্ট ডা. মাহফুজ এহসান।
ডব্লিউএফডব্লিউপির সভাপতি মেহরীন মাহমুদ বলেন, প্রথমত প্রতিটা নারীকেই তার নিজের রক্ষক হতে হবে। এর জন্য তাকে তার নিজেকেই গড়তে হবে। নারীদের আত্মনির্ভরশীল হতে হলে সচেতন হতে হবে। নিজের স্বাস্থ্য, সুরক্ষা ও অধিকার সম্পর্কে জানা প্রতিটি নারীর জন্য অপরিহার্য। একজন সচেতন নারী শুধু নিজেকে নয়, তার পরিবারকেও সুরক্ষিত রাখতে পারে।
মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান বলেন, আমরা চাই প্রতিটি নারী তার কর্মক্ষেত্রে ও পরিবারে আত্মবিশ্বাসের সঙ্গে টিকে থাকুক। এজন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। এজন্য আমরা ফ্রেশ অনন্যা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের এই নারীবান্ধব কাজগুলো সমাজের কোনায় কোনায় ছড়িয়ে দিতে চাই।
তারাসিমা এ্যাপারেলস লিমিটেডের নির্বাহী পরিচালক কর্নেল হাসান মাহমুদ বলেন, গার্মেন্টস সেক্টরে নারীরা বড় অবদান রাখছেন। আমরা চাই আমাদের নারী কর্মীরা শুধু উৎপাদনশীলতায় নয়, তাদের ব্যক্তিগত জীবনেও শক্তিশালী ও নিরাপদ থাকুক। এ ধরনের কর্মশালা তাদের আত্মবিশ্বাস বাড়াবে।