অন্যান্য

দিনাজপুরে বাস দুর্ঘটনায় আহত গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১৫

  প্রতিনিধি 25 August 2025 , 4:31:59 প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রীই কমবেশি আহত হন।

তিনিও নিজে আহত হয়েছেন বলে জানান। লাইভে তিনি বলেন, আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনি আরও জানান, আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু তার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেলেছেন।
আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন এবং সবাই কমবেশি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

অভয়নগরের চিহ্নিত মাদক কারবারি লিপি বেগম ইয়াবাসহ আটক

যশোরে বিজিবির অভিযানে বিদেশী মদ সহ বিপুল পরিমাণ মালামাল আটক।

ঢাকা সাভারে বকেয়া বেতনের দাবিতে দুই সড়কে শ্রমিকদের বিক্ষোভ

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

কুড়িগ্রামে দেড়শ বছরের পুরনো সেতুর পাটাতন ভেঙে যানচলাচলের বিঘ্ন ঘটেছে ।

‘পটুয়াখালী সেনানিবাস’ নামকরণের দাবীতে দুমকীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি