প্রতিনিধি 26 August 2025 , 12:52:08 প্রিন্ট সংস্করণ
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কেন্দ্রীয় গ্রন্থাগারের ইলেকট্রনিক সম্পদ (ই-রিসোর্স) উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে অনলাইনে বই, সাময়িকী (জার্নাল), ই-বই ও গবেষণামূলক তথ্য সহজে পাওয়া যাবে।
সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) গিয়ে গ্রন্থাগার → ই-রিসোর্স অপশন ব্যবহার করে অনলাইনে বই, সাময়িকী, ই-বই ও গবেষণামূলক তথ্য সংগ্রহ করা যাবে।
এখানে ক্লাসিক তালিকা অনলাইন গণপাঠাগার সূচি (ওপ্যাক) এর মাধ্যমে বইয়ের নাম, লেখক, প্রকাশক বা আন্তর্জাতিক মানক বই নম্বর (আইএসবিএন) অনুযায়ী অনুসন্ধান করা যাবে। এছাড়া প্রাতিষ্ঠানিক ভান্ডার (ইনস্টিটিউশনাল রিপোজিটরি) থেকে শিক্ষক-শিক্ষার্থীদের থিসিস, গবেষণাপত্র ও প্রবন্ধ পাওয়া যাবে। আর আমার এথেন্স (মাই এথেন্স) প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয় প্রদত্ত ব্যবহারকারী পরিচয় (ইউজার আইডি) ও সংকেতশব্দ (পাসওয়ার্ড) ব্যবহার করে বিশ্বমানের ই-সাময়িকী ও ই-বই পড়া সম্ভব হবে।
কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগ গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে কত সংখ্যক এবং কত কপি বই আছে, তা এই ওয়েবসাইটে দেখা যাবে।