প্রতিনিধি 26 August 2025 , 6:02:58 প্রিন্ট সংস্করণ
বাবলু নন্দী
চট্টগ্রামে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা। গতকাল জনপ্রশাসন মন্ত্রালয়ের মাঠ প্রশাসন – ২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনের বলা হয় জনস্বার্থে জারি কৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ১০ই সেপ্টেম্বর তৎকালীন ভূমি সংস্কার বোর্ডের উপ ভূমি সংস্কার কমিশনার নুসরাত সুলতানকে কুড়িগ্রাম জেলার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। জানা গেছে নুসরাত সুলতানার জায়গায় মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ নিয়োগ পেয়েছেন। ছবি