
নওয়াপাড়া প্রতিবেদক:-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা।
সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোড়ল এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে সফলভাবে উদযাপন করতে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। এ সময় থানা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।