প্রতিনিধি 29 August 2025 , 12:04:00 প্রিন্ট সংস্করণ
সাকিব চৌধুরী চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে কিশোর রিহান মাহিন হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে আত্মীয়ের বাড়ি থেকে মো. তাজুল ইসলাম (৪০)কে আটক করা হয়। তিনি দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।
পুলিশ জানায়, এর আগে গ্রেফতার তিন আসামির জবানবন্দিতে তাজুল ইসলামের নাম উঠে আসে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ নিয়ে মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২২ আগস্ট ভোরে কাঞ্চননগরে চোর সন্দেহে স্থানীয় কয়েকজন যুবক কিশোর রিহান মাহিনকে পিটিয়ে হত্যা করে। ঘটনায় আহত আরও দুই কিশোর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।