প্রতিনিধি 29 August 2025 , 2:13:15 প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি:
জাতীয় দৈনিক চেতনায় বাংলাদেশ-এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সাংবাদিক মোঃ ওছমান গনি। তিনি উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত এক বছর ধরে সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন মোঃ ওছমান গনি। এ সময়ে তিনি দৈনিক প্রভাতী বাংলাদেশ ও দৈনিক আলোর বাংলাদেশ–এ দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ের নানা সমস্যা, সাধারণ মানুষের প্রত্যাশা ও উন্নয়ন সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে তিনি ইতোমধ্যে স্থানীয় সাংবাদিকতায় পাঠকের আস্থা অর্জন করেছেন।
দৈনিক চেতনায় বাংলাদেশ কর্তৃপক্ষ জানান, মোঃ ওছমান গনির যোগদান নওগাঁ জেলার ধামইরহাট অঞ্চলের সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করবে। তাঁর নিষ্ঠা, অভিজ্ঞতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জাতীয় পর্যায়ের পাঠকের কাছে ধামুরহাটের খবর পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।