পঞ্চগড় প্রতিনিধি: শাহিনুর রহমান
পঞ্চগড় সবুজ আন্দোলনের উদ্যোগে “পরিবেশ বিপর্যয় রোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপি জর্জ কোর্ট পঞ্চগড় অ্যাডভোকেট এম এ আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিঞি, এপিপি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী।
এছাড়া অনুষ্ঠানে পঞ্চগড় সবুজ আন্দোলনের অর্থ পরিচালক মোঃ মোমিনুর ইসলাম বাবু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বৃক্ষরোপণ কার্যক্রমকে অধিক গুরুত্ব দিয়ে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পরিবেশ বিপর্যয়ের কারণ নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে সে অনুযায়ী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পঞ্চগড় সবুজ আন্দোলনের চেয়ারম্যান জনাব রসুল বকস মানিক।