অন্যান্য

জুলাই ভরে দেব’ বলে নুরের ওপর হামলা হয়েছে : বিক্ষোভে বিন ইয়ামিন মোল্লা

  প্রতিনিধি 29 August 2025 , 7:22:49 প্রিন্ট সংস্করণ

ঢাকা পোস্ট 

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি আবার রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

বিক্ষোভে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘তোকে জুলাই ভরে দেওয়া হবে’ বলে নুরের ওপর হামলা করা হয়েছে। কারা জুলাইকে সহ্য করতে পারে না আপনারা জানেন না? যারা জুলাইকে সহ্য করতে পারে না তারা এ নৃশংস হামলা করেছেতিনি আরও বলেন, এই জাতীয় পার্টি (জাপা) ফ্যাসিবাদের দোসর, এতে কারো দ্বিমত নেই। যেভাবে আজকে নুরকে লাঠি ও বুট দিয়ে মারা হয়েছে তা থেকে বোঝা যায়, এটা একটা উদ্দেশ্যমূলক হামলা। যারা জুলাইকে সহ্য করতে পারছে না তারা তার ওপর এই নৃশংস হামলা চালিয়েছে। তার মতো একজন মানুষের যদি এই অবস্থা হয় তাহলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া বাকিদের কী হবে?।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ