অন্যান্য

কচাকাটায় জমি বিরোধের জের ধরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

  প্রতিনিধি 30 August 2025 , 7:28:38 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের শিংগিমারী গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

জমি দখল ও মিথ্যা মামলার জটিলতায় জড়িয়ে পড়ার একদিন পরই বৃদ্ধ বাবা বছির উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয় পাশের একটি পুকুর থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের ভিটেমাটি ও কৃষিজমি লিখে নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিমাতা ভাই নুর আলম ছকমাল্লি ও আব্দুর রহিম গোপনে শতবর্ষী বাবা বছির উদ্দিনের কাছ থেকে ব্রম্মত্তর মৌজার ২.১১ একর জমি লিখে নেয়। এ নিয়ে বড় ভাই শাহালমকে বিতাড়িত করার পাঁয়তারা শুরু হয়। এমনকি শাহালমকে সহযোগিতা করা গ্রামবাসীদের বিরুদ্ধেও মিথ্যা চাঁদাবাজির মামলা করে বসে ছকমাল্লি।

জমি বিরোধকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা চলছিলো। হঠাৎ করে ঘটনার পরদিন সকালে পাশের একটি পুকুরে বৃদ্ধ বছির উদ্দিনের লাশ ভেসে উঠলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অসহায় শাহালম জানান, “আমার বাবাকে ভুলিয়ে-ভালিয়ে তারা জমি লিখে নিয়েছে। এখন আমাকে ভিটে থেকে উচ্ছেদ করতে নানা ষড়যন্ত্র করছে। গতকালও এ নিয়ে উত্তেজনা চলছিলো। আজ বাবার লাশ পাওয়া গেলো পুকুরে।”

এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম জানান, “ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জমি দখল ও পারিবারিক দ্বন্দ্বের কারণে বৃদ্ধের এই রহস্যজনক মৃত্যু নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গ্রামজুড়ে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ