প্রতিনিধি 31 August 2025 , 6:07:57 প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলেও এখন শোভা পাচ্ছে থোকায় থোকায় ঝুলন্ত বিদেশি ফল রামবুটান। ভালো ফলন এবং বাজারে আশানুরূপ দাম পাওয়ায় এই ফল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। এরই মধ্যে এই ফল চাষে সফল হয়েছেন নবাবগঞ্জ উপজেলার কপালদাড়া গ্রামের কৃষক আবদুর রহমান।
সরেজমিনে দেখা যায়, আবদুর রহমানের রামবুটান বাগানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কেউ আসছেন ফলটি দেখতে, আবার কেউবা জানতে চাইছেন চাষের পদ্ধতি। দেখতে অনেকটা লিচুর মতো হলেও রামবুটানের ত্বক লোমশ এবং এটি আকারে কিছুটা বড়। মাঝারি আকারের এই ফলটি সাধারণত লাল রঙের হয়ে থাকে। এটি মূলত চীন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশি উৎপাদিত হয়। দিনাজপুরের মাটি ও জলবায়ু এই ফলের জন্য বেশ উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে এর চাষের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
কৃষক আবদুর রহমান জানান, প্রবাসে থাকাকালীন তিনি এই ফলের সঙ্গে পরিচিত হন। দেশে ফিরে বীজ থেকে চারা তৈরির চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ফরিদপুর থেকে ১০টি চারা এনে নিজের জমিতে রোপণ করেন। এ বছর তার ৩টি গাছে ব্যাপক ফলন হয়েছে। তিনি বলেন, প্রতিটি গাছে প্রায় ৬০ থেকে ৭০ কেজি ফলন হয়েছে। সম্পূর্ণ পাকার আগেই বাগান থেকেই প্রতি কেজি এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি আরও জানান, জৈবসার আর অল্প সেচ ব্যবহার করেই রামবুটানের চাষ করা সম্ভব।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় বলেন, পুষ্টিগুণসম্পন্ন এই ফলটি আমাদের অঞ্চলে নতুন। কৃষক আবদুর রহমান অত্যন্ত সফলভাবে এর চাষ করেছেন। তাকে দেখে অনেকেই রামবুটান চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ থেকে আমরা এই নতুন ফল চাষে আগ্রহী কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছি।
রামবুটানের সফল চাষাবাদ দিনাজপুরের কৃষিক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। স্থানীয় কৃষি বিভাগ আশা করছে, এই বিদেশি ফলের বাণিজ্যিক চাষাবাদ কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।