অন্যান্য

প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন যুবক

  প্রতিনিধি 1 September 2025 , 1:37:10 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক।

প্রেমিকাকে ফোনে অতিরিক্ত ব্যস্ত থাকায় বিরক্ত হয়ে পড়েন যুবক।সেই থেকে রাগের মাথায় ইলেক্ট্রিক পিলারে উঠে পুরে গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিলেন। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওটি ঠিক কোথাকার সে সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য নেই। ভিডিওতে শুধু দেখা যাচ্ছে, হাইটেনশন তারের পোস্টে উঠে বড় একটি লোহার তার কাটার যন্ত্র দিয়ে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছেন ওই যুবক।

সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি আলোচনায় থাকা ‘সাইয়ারা’ সিনেমায় কৃষ ও বাণীর প্রেমকাহিনির মতোই ‘ইনটেন্স লাভ’-এর দেখা মিলল বাস্তবেও। প্রেমিকার ফোন একটানা ব্যস্ত থাকায় রাগের চোটে ইলেকট্রিক পোলে উঠে বিদ্যুতের হাইটেনশন তার কেটে দিলেন এক যুবক। এতে পুরো গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে একজন কমেন্ট করেছেন, ‘অনেক প্রেমিককে দেখেছি কিন্তু এই প্রথম প্রেমের জন্য এমন পাগল প্রেমিক দেখলাম। একজন আবার মজা করে লিখেছেন, ‘প্রেমের ক্ষোভে প্রেমিকরা সাধারণত নিজেদের হাতের শিরা কেটে ফেলে। এ তো গোটা গ্রাের শিরা কেটে ফেলল।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ